পেশাগত যাত্রা ও অর্জন
ব্যবসার প্রবৃদ্ধি, উদ্ভাবন ও স্কেলিং—এই তিনটিতে এক দশকের হাতে-কলমে অভিজ্ঞতা।
এপ্রিল, ২০২৫ – বর্তমান
Founder, CEO, FounderSheba Limited
স্ট্র্যাটেজিক সমাধানের মাধ্যমে ব্যবসাকে স্কেল করতে ও জটিল সমস্যা সমাধানে সহায়তা।
- একাধিক গ্রোথ ইনিশিয়েটিভ লঞ্চ
- সফলভাবে ২০+ স্টার্টআপ স্কেল করা
নভেম্বর, ২০২৩ – বর্তমান
CEO, weDevs Academy
weDevs Academy-র CEO হিসেবে ১০টি বৈচিত্র্যময় টেক কোর্স লঞ্চের নেতৃত্ব; এক বছরের মধ্যে ৯৫০+ শিক্ষার্থী, স্কিল-বেইজড লার্নিংয়ে বাস্তব প্রভাব।
অক্টোবর ২০১৩ – নভেম্বর ২০২৩
Head of HR & Admin, weDevs Ltd
weDevs Ltd-এ প্রথম কর্মী হিসেবে যোগ দিয়ে ১০ বছরে HR & Admin প্রধান থাকাকালে টিম ১১০+ এ উন্নীত করা—সংস্থার কালচার, প্রসেস ও পিপল-ফাংশন শূন্য থেকে গড়ে তোলা।
মে ২০১২ – সেপ্টেম্বর ২০১২
অফিসার, IFIC Bank PLC
ব্যাংকিং সেক্টরে সংক্ষিপ্ত সময়ে ক্যাশ ম্যানেজমেন্ট অপারেশনস তদারকির সুযোগ পেয়েছিলাম।